• ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৬ মুহররম ১৪৪৬

মালয়েশিয়া যাওয়ার পথে ৩৩ রোহিঙ্গা আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: মে ১৯, ২০২২, ১২:২৯ পিএম
মালয়েশিয়া যাওয়ার পথে ৩৩ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে মালয়েশিয়া যাওয়ার পথে ৩৩ জন রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনী।

বৃহস্পতিবার (১৯ মে) ভোরে সেন্টমার্টিন উপকূল থেকে ১২ নারী, এক শিশুসহ ৩৩ জনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নৌবাহিনীর ক্যাপ্টেন ও বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক সোহেল আজম।

সোহেল আজম জানান, আটক ব্যক্তিরা দালালচক্রের মাধ্যমে উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবির থেকে বেরিয়ে আসেন। এরপর টেকনাফের বাহারছড়ার একটি সাগর পয়েন্ট দিয়ে নৌকায় ওঠেন। সেখান থেকে গভীর সমুদ্রের উদ্দেশে রওনা হচ্ছিলেন। এ সময় নৌবাহিনীর টহল জাহাজ তাদের আটক করে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!