• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র ১৪৩০, ২৬ রমজান ১৪৪৬

‘মালিক-শ্রমিকদের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি হয়েছে’


সাভার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১, ০৯:৩৯ পিএম
‘মালিক-শ্রমিকদের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি হয়েছে’
শ্রীপুর শিল্পপুলিশের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল/ছবি: সংবাদ প্রকাশ

মালিক-শ্রমিকদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করেছে শিল্পপুলিশ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় শ্রীপুর শিল্পপুলিশের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, “শ্রমিক অসন্তোষের সময় সাভারে এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই কোনে বসে ছিলাম। কিভাবে শ্রমিক অসন্তোষ কমানো যায়। আজ কিন্তু সেই জায়গাতে আমাদের শিল্পপুলিশ মালিক ও শ্রমিকের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করেছে। এই সেতু বন্ধনের জন্য আজকে আমরা নিশ্চিতে থাকতে পারছি।”

মন্ত্রী আরো বলেন, “বিশ্বের ১০০টিরও অধিক দেশে আমাদের ফার্মাসিউটিক্যালসে তৈরি করা ওষুধ রপ্তানি হয়। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সম্ভব হয়েছে। আজ আমাদের পুলিশ নিয়ে জোর গলায় বলতে পারি। আমাদের পুলিশ অত্যন্ত দক্ষ। আমাদের পুলিশ যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা সক্ষম। দেশের জনগণের সঙ্গে রয়েছে আমাদের পুলিশ। যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, এদেশের পুলিশ হবে জনগণের পুলিশ।”

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মাজিদ মাহমুদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম।

এ সময় বিজিএমইএ ও বিকেএমইএ’র প্রতিনিধিদল এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিল্প কারখানার মালিকরা উপস্থিত ছিলেন। 

Link copied!