মাদারীপুরের রাজৈরে গভীর নলকূপ খননের সময় বের হচ্ছে গ্যাস। এতে জ্বলছে আগুন, যা দুই দিনেও বন্ধ হয়নি। বিষয়টি দেখতে ঘটনাস্থলে ভিড় করছেন উৎসুক জনতা।
জানা যায়, মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি গ্রামের মাহফুজ ফকিরের বাড়ির পেছনের দিকে গভীর নলকূপ বসানোর কাজ শুরু করেন তিন দিন আগে।
মঙ্গলবার বিকেলে সাড়ে ৪টার দিকে নলকূপ নির্মাণের জন্য ৯৫ ফিট গভীরে পাইপ প্রবেশ করাতেই তা উঠতে আসতে শুরু করে। বারবার চেষ্টা করে ব্যর্থ হন শ্রমিকরা। হঠাৎ পানির সঙ্গে বের হয় গ্যাস। কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছেন না তারা। গ্যাস থেকে জ্বলছে আগুন। তাৎক্ষণিক জনপ্রতিনিধি ও এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয় ফায়ার সার্ভিস, পুলিশ, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন। পরে রাতে ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিস। ভেজানো কাপড় দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন তারা। একাধিকবার চেষ্টার পরে একপর্যায়ে আগুন বন্ধ হয়ে যায। পরে বুধবার ভোর থেকে আবারো আগুন জলতে দেখে স্থানীয় লোকজন। বিষয়টি দেখতে প্রতিনিয়তই ভিড় করছেন এলাকাবাসী। দুই দিনেও আগুন বন্ধ না হওয়ায় ছড়িয়েছে আতঙ্ক। শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি তুলেছেন এলাকাবাসী।
তবে, ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দায় এড়ানো চেষ্টা করলেও ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
 
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































