• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

মাটি খুঁড়ে মিলল ৯ কোটি টাকার ইয়াবা, বাবা-ছেলে আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২১, ০৯:০৯ পিএম
মাটি খুঁড়ে মিলল ৯ কোটি টাকার ইয়াবা, বাবা-ছেলে আটক

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্প শেডের (রোহিঙ্গাদের বসতঘর) মাটি খুঁড়ে ২ লাখ ৬৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। ইয়াবার অনুমানিক মূল্য ৯ কোটি টাকা।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত সাড়ে ১১টায় উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীর ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি/৩ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

ওই সময় ইয়াবা চোরাকারবারে জড়িত থাকার দায়ে বাবা-ছেলেকে আটক করা হয়েছে। তারা হলেন জাহিদ হোসাইনের ছেলে কলিম উল্লাহ (৪৩) ও তার ছেলে কেফায়েত উল্লাহ (১৯)।

র‌্যাব সূত্র জানায়, ইয়াবার একটি বিশাল চালান রোহিঙ্গা ক্যাম্পে রয়েছে এমন তথ্যের ভিত্তিতে ‘ই’ ব্লকের দুটি শেডে অভিযান চালানো হয়। এর মধ্যে একটি শেড থেকে কিছুই মিলেনি। তবে অপর শেডের মাঝখানের বাঁশের বেড়া মাটির নিচ থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫-এর হোয়াইক্যং ক্যাম্পের মেজর এইচএম পারভেজ আরেফিন বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Link copied!