মাগুরা সদর উপজেলায় মারজিয়া খাতুন (১৮) নামে এক মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে বেড়আকচি গ্রামের নিজ বাড়ির একটি কক্ষ থেকে মারজিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
মারজিয়ার বেড় আকচি গ্রামের মফিজার রহমানের মেজো মেয়ে। মাগুরা সিদ্দিকিয়া মাদরাসার আলিম (উচ্চ মাধ্যমিক) পরীক্ষার্থী ছিল বলে জানা গেছে।
প্রতিবেশি আব্দুল হান্নান জানান, ব্যবসায়ীক সূত্রে মারজিয়ার বাবা-মা ও দুই ভাইকে নিয়ে ঢাকায় বসবাস করেন। লেখা পড়ার প্রয়োজনে মারজিয়া মাগুরা মহম্মদপুর উপজেলা ছোট কলমধারি গ্রামে মামা বাড়িতে থাকতো। মাঝে মধ্যে সে তার নিজ গ্রামের বাড়িত বেড়াতে আসতো।
এর আগে শনিবার (৪ সেপ্টেম্বর) বিকালে সে মামা বাড়ি থেকে নিজ বাড়িতে আসে। রাতে শোবার ঘরে ঘুমাতে যায়। রোববার দুপুর পর্যন্ত দরজা না খোলায় প্রতিবেশী ও অন্যান্য স্বজনদের সন্দেহ হয়। এ সময় তারা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে সদর থানা পুলিশ বিকেলে ঘরের দরজা ভেঙে মারজিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
নিহত মারজিয়ার মামা মেহেদি হাসান জানান, মারজিয়া তাদের বাড়িতেই ছিল। অ্যাসাইমেন্ট জমা দিতে সে শনিবার মহম্মদপুর থেকে মাগুরা আসে। কিভাবে এই রকম ধরনের ঘটনা ঘটলো আমরা বুঝতে পারছি না।
মাগুরা সদর থানার উপ-পরিদর্শক নিলুফার ইয়ামিন জানান, এলাকাবাসীর খবরের ভিত্তিতে তারা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেছেন। মারজিয়ার নিজ কক্ষের একটি বাঁশের আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় ছিল। এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত করা হচ্ছে।
একই সঙ্গে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।