• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

মাগুরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু


মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ০৫:২৭ পিএম
মাগুরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

কৃষকের নাম হাসান আলী শেখ (৩৫)। তিনি নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল গণি শেখের ছেলে।

হাসানের চাচাতো ভাই ডা. জীবন রহমান জানান, দুপুর ২টার দিকে হাসান আলী বৃষ্টির মধ্যে মাঠে পাওয়াটিলার দিয়ে জমি চাষ করছিলেন। এসময় বজ্রপাতের ঘটনা ঘটলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পাশের ক্ষেতে কাজ করা কৃষকরা হাসান আলীকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন বলেন, ঝড়-বৃষ্টির সময় কৃষক হাসান আলী মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ে করা হবে।

Link copied!