মৌলভীবাজারের কুলাউড়ায় যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ছয়জন।
রোববার (৫ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে।
কুলাউড়া স্টেশন মাস্টার মুহিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস কুলাউড়া উপজেলার ভাটেরায় মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয়ভূষণ রায় বলেন, “ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসছিল পারাবত এক্সপ্রেস। ট্রেনটি কুলাউড়া উপজেলার ভাটেরায় হোসেনপুর বাস্ট্যান্ডের কাছে পৌঁছালে অসতর্কতায় রেল ক্রসিংয়ে উঠে যায় মাইক্রোবাসটি। এসময় দ্রুতগতির ট্রেনটি মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে অন্তত আধা কিলোমিটার নিয়ে যায়।”
ওসি বিনয়ভূষণ রায় আরও বলেন, “নিহত ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের সংকটাপন্ন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো করা হয়েছে।”




































