মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়ার এক মসজিদের ভেতর থেকে মো. ফেরদৌস ইসলাম (৩০) নামের এক ইমামের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
মো. ফেরদৌস ইসলাম বরিশালের মুলাদি থানার চর মাধপরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মসজিদের একটি কক্ষে ফেরদৌসের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ধল্লা ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে লাশটি উদ্ধার করি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানতে পারব এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































