• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬
করোনা

মমেক হাসপাতালে ৫ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ১১:৩৮ এএম
মমেক হাসপাতালে ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনার উপসর্গে ৫ জনের মৃত্যু হয়েছে। তবে করোনায় আক্রান্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারর্সন ডা: মহিউদ্দিন খান মুন এ তথ‍্য নিশ্চিত করেন।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহ সদরের বদিউজ্জামান (৬০), ফুলপুর উপজেলার রওশন আরা (৪৩), রাজু (১৬), ভালুকা উপজেলার নূরজাহান (৭৬) ও কিশোরগঞ্জের সুলতান উদ্দিন (৭৮)।

ডা.  মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালের করোনা ইউনিটে নতুন ৬ জন ভর্তি হয়েছেন। এই নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ৬১ জন রোগী ভর্তি আছেন। আইসিউতে এক রোগী চিকিৎসাধীন। এছাড়া সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন আরও ৬ জন।

এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৩৫টি নমুনা পরীক্ষা হয়েছে। বর্তমানে হাসপাতালে শনাক্তের হার ৪ দশমিক ৪৫ শতাংশ।

চলতি অক্টোবর মাসে এই হাসপাতালে করোনা ও উপসর্গে ৮০ জনের মৃত্যু হয়েছে।

Link copied!