• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

মমেক হাসপাতালে কমেছে করোনায় মৃত্যুর সংখ্যা


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১, ১১:৫৮ এএম
মমেক হাসপাতালে কমেছে করোনায় মৃত্যুর সংখ্যা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসে এক দিনে এটিই সর্বনিম্ন মৃত্যু।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৪ জন ও করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন ময়মনসিংহ সদরের খালেদা বেগম (৬৫), গফরগাঁও আনোয়ারা (৬৫), ফুলবাড়িয়ার মোকসেদ আলী (৫৫) এবং শেরপুরের নালিতাবাড়ীর রঞ্জিত সাহা (৬০)। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন গাজীপুরের শরীফা খাতুন (৫৫)।

ডা. মহিউদ্দিন খান মুন আরও বলেন, বর্তমানে আইসিইউতে ১৩ জন এবং করোনা ইউনিটে ১৯২ জন রোগী চিকিৎসাধীন আছেন।নতুন ভর্তি রয়েছেন ২০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন।

সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৭৮৬টি নমুনা পরীক্ষায় ১৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৮ দশমিক ৯৫ শতাংশ।

এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ৩৯০ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৭২ জন। করোনা আক্রান্ত হয়ে মোট ২৫৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ২ হাজার ৬৬৬ জন আইসোলেশনে রয়েছেন।

Link copied!