ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের সবাই করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
শুক্রবার (১৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
মৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের আক্তারা বেগম (৬৬), রফিকুল ইসলাম (৬০), আনিসুজ্জামান (৫০), মুক্তাগাছা উপজেলার আকরাম (৩৫) ও হালুয়াঘাটের আব্দুল মোতালেব (৭৫)।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে নতুন ১৫ জন ভর্তিসহ ৮৫ জন চিকিৎসাধীন। এদের মধ্যে আইসিইউতে আছেন ছয়জন। এ ছাড়া সুস্থ হয়ে ১৫ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
গত ২৪ ঘণ্টায় ১৮৫ নমুনা পরীক্ষায় একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৫৪ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম।
এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৬০ জনের মৃত্যু হলো।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    






































