• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

মন্দির ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১, ০৬:৫৭ পিএম
মন্দির ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

খুলনার রূপসা শিয়ালি গ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা মন্দির, ব্যবসায়প্রতিষ্ঠান, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটকারীদের শাস্তির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ও জয়পুরহাট সনাতন পরিবারের আয়োজনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আহ্বায়ক দ্বিজেন্দ্রনাথ দাস এতে সভাপতিত্ব করেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের উপদেষ্টাসহ জয়পুরহাট সনাতন পরিবারের উপদেষ্টা অ্যাডভোকেট সুশান্ত কুমার, বিপ্লব কুমার ও চৈতন্য কর্মকার।

Link copied!