শেরপুরের শ্রীবরদীতে পাচারকালে মাধ্যমিকের ১৭ বস্তা বই জব্দ করেছে স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বইগুলো উদ্ধার করে।
বুধবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার ঘোনাপাড়া নয়াবাজার এলাকা থেকে ওই সব বই উদ্ধার হয়। এ সময় একটি ইজিবাইক ও তার চালক রুবেল মিয়াকে আটক করা হয়।
আটক রুবেল উপজেলা ঝিনাইগাতীর লইখা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ১১টার দিকে ঘোনাপাড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে ১৭ বস্তা বই একটি ইজিবাইকে নিয়ে যাওয়ার সময় আটক করে স্থানীয় জনতা। পরে থানা-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই সব বই উদ্ধার করে একটি পিকআপ ভ্যানে করে থানায় নিয়ে যায়। এ সময় ইজিবাইক চালক রুবেলকে আটক করা হয়।
উদ্ধার হওয়া বইগুলো ২০২০-২১ শিক্ষাবর্ষের মাধ্যমিক শাখার, যা ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্য বই।
শ্রীবরদী থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আবুল হাশেম জানান, বইয়ের তালিকা করে পরবর্তীতে এর সংখ্যা বলা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    






































