ভোলায় আরও ৫ জনের মৃত্যু


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ০৭:৫৬ পিএম
ভোলায় আরও ৫ জনের মৃত্যু

ভোলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে নারীসহ আরও ৫ জনের মৃত্যু হয়েছে। 
 
শনিবার (৭ আগস্ট) সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৬। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরও অন্তত ৭৫ জনের মৃত্যু হয়েছে। 

ভোলার সিভিল সার্জন দপ্তরের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি-পিসিআর ল্যাবে ৪১৭ জনের নমুনা পরীক্ষা করে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০৮ জন। নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ২৬ শতাংশ। এর মধ্যে ৭৯ জন ভোলা সদর, ৪ জন দৌলতখান, ১৩ জন বোরহানউদ্দিন ও ১৮ জন চরফ্যাশন উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৮৪৯।

সিভিল সার্জন কার্যালয় সূত্র আরও জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৪ হাজার ৮৪৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৩১ জন। জেলায় বর্তমানে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২ হাজার ১১৭ জন। এছাড়া ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এ পর্যন্ত ১ হাজার ৪২৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩১৬ জন। বর্তমানে সেখানে ৯১ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্য ৪৫ জন করোনা আক্রান্ত ও ৪৬ জন উপসর্গ নিয়ে ভর্তি হন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা-বরিশাল রেফার্ড করা হয়েছে আরও অন্তত ২০০ জনকে। 

সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ২১ হাজার ৮৫৯ জনের নমুনা সংগ্রহ করে র‍্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছে।

Link copied!