• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

ভোলায় মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত 


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২১, ০৮:২৩ পিএম
ভোলায় মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত 

ভোলার লালমোহনে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মতিন ফারুক (৬২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (২১ জুলাই) দুপুরে লালমোহন পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের মৃত সিদ্দিক মিয়ার ছেলে ও লালমোহন বাজারের ‘বাটা সু’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। 

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ওই ব্যক্তি রিকশা থেকে নামছিলেন, এমন সময় পিছন থেকে একটি দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি। 
 

Link copied!