• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ভোগান্তি নেই দৌলতদিয়া নৌ-রুটে


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ০১:৪৯ পিএম
ভোগান্তি নেই দৌলতদিয়া নৌ-রুটে

দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ভোগান্তি ছাড়াই পারাপার হচ্ছে সব ধরনের যানবাহন।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ফেরির অপেক্ষায় গাড়ির দীর্ঘ সারি নেই। ফেরিতে ওঠার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না কোনো যানবাহনকে। 

মাগুরা থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসা শফিক জানান, তিনি গাজীপুর যাচ্ছেন। দুপুরের মধ্যে তাকে গাজীপুর থাকতে হতো। ভেবেছিলেন ফেরি ঘাটে যানজট থাকবে। তবে কোনো রকম ভোগান্তি ছাড়াই ফেরিতে উঠতে পেরেছেন।

সাতক্ষীরা থেকে আসা এক যাত্রীর সাথে কথা হলে তিনি বলেন, “ফেরিঘাট দীর্ঘ যানজটে আটকে থাকবো ভেবেছিলাম। তবে ঘাট এলাকায় এসে দেখি গাড়ির সেরকম চাপ নেই।”

কুষ্টিয়া মিরপুর থেকে আসা কার্গো চালক ইউসুফ বলেন, “দীর্ঘ কয়েকদিন সিরিয়ালে দাঁড়িয়ে থেকে ফেরিতে উঠতে হয়েছে। তবে আজ কোনো রকম ভোগান্তি ছাড়াই ফেরিতে উঠতে পেরেছি।”

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের (বিআইডাব্লিএিসি) দৌলতদিয়া শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ছোট বড় মিলিয়ে ১৬টি ফেরি চলাচল করছে। তবে, পদ্মায় এখনো তীব্র স্রোত রয়েছে। যে কারণে ফেরি চলাচলে কিছুটা সমস্যা তৈরি হচ্ছে।
 

Link copied!