• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

দুই ভুয়া ডিবি সদস্য আটক


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০৯:১০ এএম
দুই ভুয়া ডিবি সদস্য আটক

জামালপুরে ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের তারতাপাড়া গ্রামে ডিবি পুলিশের পরিচয় দেওয়া ভুয়া দুই সদস্যকে আটক করেছেন স্থানীয় লোকজন।

মঙ্গলবার (৩ আগস্ট) সকালে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ইসলামপুর থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান।

মুহাম্মদ মাজেদুর রহমান জানান, সোমবার (২ আগস্ট) এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন মেলান্দহ উপজেলার মাহমুদপুর বানিয়াবাড়ী গ্রামের আবুল হোসেন খানের ছেলে হেলাল উদ্দিন (৪৫) ও পাঁচপয়লা গ্রামের আবু তাহের মন্ডলে ছেলে আব্দুল হাকিম (৪৪)।

নোয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান মাস্টার জানান, ডিবি পরিচয়ে ওই দুই সদস্য তারতপাড়া গ্রামের ঋষিপাড়ায় মধু রবিদাসের স্ত্রীর বুধিয়া রানীর কাছ থেকে ৫ হাজার টাকা দাবি করে। ঘটনাটির পরই স্থানীয়রা ওই দুই ভুয়া ডিবি সদস্যকে আটক করে। এরপর তাদের পুলিশে সোপর্দ করা হয়।

নোয়াপাড়া ইউনিয়নের বিট পুলিশ অফিসার এসআই আতিকুজ্জামান জানান, ঈদের কয়েক দিন আগেও এই দুই ব্যক্তি ভুয়া ডিবি পরিচয়ে এলাকার সাধারণ মানুষকে ভয় দেখিয়ে  লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন।

Link copied!