১৯৫২ ভাষা সৈনিক শহীদ আবদুস সালামের পরিবারকে ১ লাখ ২০ হাজার টাকার চেক হস্তান্তর করেছেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের নিজ কার্যালয়ে সালামের ছোট ভাই আবদুল করিমের হাতে এ চেক তুলে দেওয়া হয়।
এসময় জেলা প্রশাসক জানান, যেকোন প্রয়োজনে শহীদ পরিবারটির পাশে থাকবেন তিনি। পাশাপাশি ভাষা শহীদ আবদুস সালামের গ্রামের বাড়ি দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের লক্ষণপুর গ্রামে অবস্থিত ভাষা শহীদ সালাম স্মৃতি জাদুঘর ও ভাষা শহীদ আবদুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক খোঁজ খবর নেন।
আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, ৫২ ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে ভাষার মাসে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর এই উপহার পৌঁছে দেওয়া হলো।






































