• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভারত সীমান্তে সোনার বারসহ আটক ১


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ০৯:২৯ এএম
ভারত সীমান্তে সোনার বারসহ আটক ১

ভারতে পাচারের সময় ৪টি সোনার বারসহ নজরুল ইসলামকে (৫০) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টায় দিনাজপুরের হিলি সীমান্তের রায়ভাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার রায়ভাগ গ্রামের মৃত আতাব উদ্দিনের ছেলে।

হিলি বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্তের রায়ভাগ এলাকায় অবস্থান নেয়। নজরুল ইসলাম মোটরসাইকেলে রেললাইন পার হয়ে সামনের দিকে এলে তাকে থামানোর জন্য সংকেত দেওয়া হয়। বিজিবির উপস্থিতি দেখে মোটরসাইকেল রেখেই পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করে।

ক্যাম্পের নায়েক সুবেদার নজরুল ইসলাম জানান, মোটরসাইকেল থেকে ৪টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৪০ ভরি এবং আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা।এছাড়া একটি পালসার মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ ৪টি সিম কার্ড জব্দ করা হয়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!