খুলনায় ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী বিরুদ্ধে। এই ঘটনায় স্বামী বাবলু রহমানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ আগস্ট) দুপুরে জেলার পাইকগাছা উপজেলার বাতিখালী গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাবলু ও শিউলী দীর্ঘদিন ধরে ওই ওয়ার্ডের মুজিবুর রহমানের বাড়িতে ভাড়ায় বসবাস করছিলেন। রোববার দুপুরে ভাত রান্না করতে দেরি হওয়া নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে স্ত্রীকে কাঠ দিয়ে পিটিয়ে হত্যা করেন বাবুল। এরপর ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য মৃতদেহ ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলিয়ে রাখেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মৃতদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদেও বাবুল স্ত্রীকে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছে।
ওসি আরো জানান, এই ঘটনায় ঘাতক বাবুলকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে থানায় হত্যা মামলা করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।