• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬
সড়ক দুর্ঘটনা

ভাই-বোনের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো গ্রাম


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: মে ৮, ২০২২, ০৯:০৮ এএম
ভাই-বোনের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো গ্রাম

শনিবার সকাল সাড়ে ৯টা। বাড়িতে খাওয়াদাওয়া শেষ করে নতুন জামা পরে মামাবাড়িতে যাওয়ার জন্য মা ও মামার সঙ্গে রওনা হয় কাওছার (১৭) ও সাদিয়া (১৩)। সকাল সোয়া ১০টায় নাটোর হরিশপুর বাস টার্মিনাল থেকে সিয়াম পরিবহনে ওঠে তারা। কিন্তু মামার বাড়ি আর যাওয়া হলো না কাওছার ও সাদিয়ার। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে বাড়ি ফিরতে হলো তাদের। এ সময় তাদের মা হেলেনা ও মামা আব্দুল জলিলও আহত হন। দুই ভাই-বোনের মৃত্যু খবরে পুরো গ্রামের শোকের ছায়া নেমে আসে।

শনিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রামের মহানভাঙ্গা এলাকার স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। এ সময় দুই বাসের সংঘর্ষে নিহত হন ৭ জন।

নাটোর সদর উপজেলার পাইকোরদৌল গ্রামের শাহজাহান আলীর ছেলে একাদশ শ্রেণির শিক্ষার্থী কাওসার আহমেদ ও তার ছোট বোন সাদিয়া খাতুন (১২) অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। বিকেল সাড়ে ৫টায় তাদের জানাজা শেষে দাফন করা হয়।

এলাকাবাসী আব্দুল রহিম বলেন, “সকালে মায়ের সঙ্গে মামা বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বের হয়। এক ঘণ্টা পরই খবর আসে সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছে। তাদের পরিবারে সান্ত্বনা দেওয়ার মতো আমাদের ভাষা নেই।”

নিহতের মামা আব্দুল জলিল বলেন, “চোখের সামনে এমন মর্মান্তিক ঘটনা মেনে নিতে পারছি না। আমার বোন হেলেনা ছেলে ও মেয়েকে হারিয়ে এখন নির্বাক। কীভাবে তিনি এ শোক সইবেন জানি না।”

উল্লেখ্য, শনিবার সকাল ১১টার দিকে ঢাকা থেকে ন্যাশনাল পরিবহনের একটি বাস রাজশাহী অভিমুখে যাচ্ছিল। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকার গাজী অটো রাইস মিলের সামনে পৌঁছালে ন্যাশনাল বাসটি সামনে থাকা অপর একটি বাস অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা সিয়াম পরিবহন নামের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় সিয়াম পরিবহন ছিটকে গিয়ে গাজী অটোরাইস মিলের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ন্যাশনাল পরিবহনও মহাসড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে কিছুটা নেমে যায়। এতে ন্যাশনাল পরিবহনের ৫ যাত্রী ও সিয়ামের ২ যাত্রী নিহত হন। বাসে থাকা অন্তত ২০ যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
 

Link copied!