• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

ব্রহ্মপুত্রে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০১:২৫ এএম
ব্রহ্মপুত্রে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী সিয়াম (২২) লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) রাত পৌনে ১০টার দিকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সিয়াম উপজেলার পলবান্ধা ইউনিয়নের চরচাড়িয়া গ্রামের উমর আলী বিএসসির ছেলে।

ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখ জানান, ঢাবির লোক প্রশাসন বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র সিয়াম বৃহস্পতিবার বিকেলে পৌর শহরস্থ পাইলিং ঘাট সেতু সংলগ্ন ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়িয়েছিলেন সিয়াম। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে পৌর শহরস্থ পাইলিং ঘাটে শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ সেতু সংলগ্ন ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামেন সিয়াম। গোসলের এক পর্যায়ে হঠাৎ করে সিয়াম নদীতে তলিয়ে যায়।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পৌর মেয়র আব্দুল কাদের সেখ স্থানীয় লোকজনদের সঙ্গে নিয়ে অনেক খোঁজাখুঁজির পর রাত পৌনে ১০ টায় তার মরাদেহ উদ্ধার করে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!