• ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২, ১৭ মুহররম ১৪৪৬

ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০২:০১ এএম
ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

চট্টগ্রামসহ সারা দেশে ব্যাটারি রিকশা ও ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পাহাড়তলী ওয়ার্ড অটোরিকশা চালক, শ্রমিক ও মালিকবৃন্দ।

বৃহস্পতিবার (২৪ জুন) সংগঠনটির উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম পাহাড়ি এলাকা হিসেবে পরিচিত। তাই এ অঞ্চলে প্যাডেলচালিত রিকশা পরিচালনা করা কষ্টসাধ্য। তাছাড়া চট্টগ্রাম নগরে ব্যাটারি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন লাখ লাখ মানুষ। হঠকারী এ সিদ্ধান্তে অনেকে বেকার হয়ে যাবে।

করোনা মহামারিতে এমন সিদ্ধান্তের সমালোচনা করে বক্তারা বলেন, গত দেড় বছরে করোনা মহামারি ও টানা লকডাউনে নানা পেশার শ্রমিক ক্ষতিগ্রস্ত এবং কর্মহীন হয়েছেন। অনেকেই দারিদ্র্যসীমার নিচে বাস করছে। সেই সময়ে লাখ লাখ রিকশা, ব্যাটারি রিকশা ও ভ্যান, ইজিবাইক, নসিমন, করিমন চালককে বেকার ও কর্মহীন করার চক্রান্ত চলছে।

এর আগে, ২০ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সড়ক পরিবহন টাস্কফোর্সের সভায় সারা দেশে ব্যাটারি রিকশা, ভ্যান চলাচল বন্ধের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এরপর থেকে রিকশা-ভ্যান বন্ধের প্রতিবাদ জানিয়ে চট্টগ্রামসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ‘সম্মিলিত সামাজিক আন্দোলন’, ‘রিকশা, ব্যাটারি-রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ’ ও ‘রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন’সহ বিভিন্ন সংগঠন।

Link copied!