• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

বোনকে ধর্ষণের চেষ্টা, ভাই গ্রেপ্তার


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৪, ২০২১, ০২:৫১ পিএম
বোনকে ধর্ষণের চেষ্টা, ভাই গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে ১৪ বছরের এক কিশোরী বোনকে ধর্ষণের চেষ্টার অভিযোগে লম্পট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম শাহিন মিয়া (২০)। সে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের চাঁন মিয়ার ছেলে।

শনিবার (২৩ জুলাই) সকালে আদালতের মাধ্যমে শাহিন মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার (১৯ জুলাই) রাত অনুমান সাড়ে ১০টায় জেলার তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামে শাহিন মিয়া তার ফুফাতো বোনের ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় কিশোরীর চিৎকারে তার আপন ভাই এসে বাধা দেয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে পর দিন মঙ্গলবার দুপুরে ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। এ খবর পেয়ে শাহিন এলাকা ছেড়ে পালিয়ে যায়। কিন্তু ঈদ উপলক্ষে সে বাড়িতে আসে। গোপন সংবাদের ভিত্তি খবর পেয়ে শুক্রবার (২৩ জুলাই) ভোরে শাহিন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Link copied!