• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

বৃদ্ধাকে দুইবার টিকা দেওয়ার অভিযোগ


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ০৭:৩২ পিএম
বৃদ্ধাকে দুইবার টিকা দেওয়ার অভিযোগ

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ময়লাপোতা হরিজন কলোনি এলাকায় এক বৃদ্ধাকে একসঙ্গে দুবার করোনা টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। 

শনিবার (৭ আগস্ট) বেলা ১২টার দিকে ৭৩ বছর বয়সী জহুরা বেগম নামে এক বৃদ্ধার ক্ষেত্রে এ ঘটে। 

ওয়ার্ডভিত্তিক গণটিকাদান কর্মসূচিতে মডার্নার টিকার প্রথম ডোজ খুলনা সিটি কর্পোরেশনের নগর স্বাস্থ্য কেন্দ্র-২ এর অস্থায়ী কার্যালয় সোনাডাঙ্গা ময়লাপোতা ঈদগাহ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জহুরা বেগম জানান, খুলনার ১৭নং ওয়ার্ডের সোনাডাঙ্গার ময়লাপোতা কেসিসি স্টাফ কোয়ার্টারে বসবাস করেন তিনি। বাসার পাশেই ওই কেন্দ্রে টিকা নিতে যান। সেখানে পরপর দুইজন টিকা কর্মী তাকে দুবার টিকা দিয়েছেন।

এসময় তার সঙ্গে ছিলেন প্রতিবেশী সুফিয়া বেগম।

সুফিয়া বেগম জানান, জহুরা বেগম তার কাছে জিজ্ঞেস করেন তাকে কয়বার টিকা দেওয়া হয়েছে। তখন একবার দেওয়ার কথা জানালে জহুরা বেগম তাকে দুইবার টিকা দেওয়ার কথা জানান। তখন বিষয়টি জানাজানি হয়।

তবে টিকা কেন্দ্রের দায়িত্ব পালনকারী নার্স বাবলু রানী রায় বলেন, “অভিযোগ সত্য নয়। এমন কোনো ঘটনা এ কেন্দ্রে ঘটেনি। বিকালে কেসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার ওই বৃদ্ধার বাড়িতে গিয়েছিলেন।”

বাবলু রানী রায় আরও বলেন, “আমি ওই বৃদ্ধাকে দেখে এসেছি, তিনি সুস্থ আছেন। তাকে দুইবার টিকা দেওয়া হয়েছে-এমন অভিযোগের কোনো সত্যতা আমি পাইনি।”

কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম আব্দুল্লাহ বলেন, “বৃদ্ধা সুস্থ আছেন। একাধিক টিকা দেওয়ার খবরটি সঠিক নয়।”

Link copied!