• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে ৩ জনকে পিটিয়ে জখম


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১, ০৫:২৭ পিএম
বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে ৩ জনকে পিটিয়ে জখম

চুয়াডাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস বেশি খাওয়াকে কেন্দ্র করে বরপক্ষের তিনজনকে পিটিয়ে জখম করেছে কনে পক্ষের লোকজন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রোববার সদর উপজেলার বদরগঞ্জ দশমীপাড়ার রহিম আলীর ছেলে সবুজের সঙ্গে একই এলাকার নজরুলল ইসলামের মেয়ে সুমী খাতুনের বিয়ের অনুষ্ঠান চলছিল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকাল সাড়ে ৫টার দিকে বরপক্ষের লোকজনকে খেতে দেওয়া হয়। বর সবুজের সঙ্গে খেতে বসে তার বন্ধুসহ আত্মীয়-স্বজনরা। খাওয়া শেষ হওয়ার মুহূর্তে বরপক্ষের লোকজন মাংস চাইলে কনে পক্ষের লোকজন তা দিতে অপারগতা প্রকাশ করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হলে কনে পক্ষের লোকজন বরপক্ষের শাহজামাল, ফারুক হোসেন ও আব্দুর রহিমকে লাঠি দিয়ে মারধর করে। এত তারা রক্তাক্ত জখম হয়।

এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহতদের মধ্যে শাহজামালের অবস্থার কিছুটা অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরে আসেন।

কনে পক্ষের অভিযোগ, বরপক্ষের লোকজন ভাত না খেয়ে শুধু মাংস খেতে থাকে। বারবার মাংস চাওয়াতে  দিতে না চাইলে বরপক্ষের লোকজন তাদের সঙ্গে খারাপ আচরণ করে। এ পর্যায়ে তারা তাদের ওপর চড়াও হয়। এতে হাঙ্গামা বাধে। 

Link copied!