বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে। শুক্রবার দুপুর সোয়া ১২টা থেকে রাজশাহীর মন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয় সংশ্লিষ্ট পদ্মা নদীর ঘাটে প্রতিমা বিসর্জন শুরু হয়।
বিসর্জনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া বিসর্জনের জন্য নদীর পাড়ে সড়কটিতে সারি সারি ট্রাক প্রতিমা নিয়ে এগিয়ে যাচ্ছে বিসর্জনস্থলের দিকে।
বিসর্জনের দিনে নিরাপত্তা বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, বিসর্জনস্থলে পুলিশের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এছাড়া সাদাপোশাকে কাজ করছেনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যারাও। নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান শেষ করতে নগরীর কুমাড়পাড়া, আলুপট্টি, সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় দায়িত্ব পালন করছে পুলিশের সদস্যরা। এছাড়া নগরীর পুরো পদ্মা নদীর তীরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। দুর্ঘটনা এড়াতে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিটও পদ্মায় অবস্থান করছে।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী নগরীর সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ জানান, শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষে নিয়ম মেনে শৃঙ্খলার সঙ্গে তারা পদ্মা নদীতে প্রতিমা বিসর্জনের কাজ করছেন। স্বেচ্ছাসেবীরাও এ কাজে তাদের সহায়তা করছেন।
এ বছর রাজশাহী জেলা ও মহানগরীতে ৪৫৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। শুধু নগরীতে পূজামণ্ডপ ছিল ৭৫টি।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    






































