চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ পিস সোনার বারসহ সিভিল অ্যাভিয়েশনের এক নিরাপত্তাকর্মী আটক হয়েছেন।
শনিবার সকাল ৯টার দিকে বিমানবন্দরের ভেতর থেকে বেলাল উদ্দিন (৪০) নামের ওই নিরাপত্তাকর্মীকে আটকের কথা জানান শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক এ কে এম সুলতান মাহমুদ। তিনি বলেন, “বিমানবন্দরের টয়লেট থেকে তিনি সোনার বারগুলো সংগ্রহ করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তার কাছে সোনার বারগুলো প্যাকেটে মোড়ানো অবস্থায় ছিল।”
বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটটি অবতরণের পর এনএসআই ও শুল্ক গোয়েন্দারা বেলালকে আটক করেন। তার কাছ থেকে ৮০টি সোনার বার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
উদ্ধার হওয়া সোনার বারগুলোর ওজন ৯ কেজি ২৮০ গ্রাম, যার আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা বলে জানা যায়।