• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

বিনিময়ের ৬ বছর পূর্তি পালন করল বিলুপ্ত ছিটমহলবাসী


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ০৯:৩০ পিএম
বিনিময়ের ৬ বছর পূর্তি পালন করল বিলুপ্ত ছিটমহলবাসী

করোনাকালে স্বল্প পরিসরে ছিটমহল বিনিময়ের ৬ বছর পূর্তি পালন করেছে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার বাসিন্দারা।

দিনটি ঘিরে আলোচনা সভা মোমবাতি প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। তৎকালীন ছিটমহল বিনিময় আন্দোলন কমিটির আয়োজনে সমন্বয় পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার ১২.০১ মিনিটে ৬৮টি মোমবাতি জালিয়ে কেট কেটে অনুষ্ঠান শুরু করে।

এরপর আলোচনায় বক্তব্য রাখেন ছিটমহল বিনিময় আন্দোলনের অন্যতম নেতা মইনুল ইসলাম, গোলাম মোস্তফা, আলতাফ হোসেন, রফিকুল ইসলাম, সমন্বয় পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম, ফজিলাতুন্নেছা সরকারি দাখিল মাদরাসার অধ্যক্ষ আমিনুল ইসলামসহ অনেকে।

এর আগে ওই মঞ্চে রাত সাড়ে ১০ দশটায় সাংস্কৃতিক অনুষ্ঠান করে দাসিয়ারছড়াবাসী। এছাড়া আরও দুটি স্থানে কর্মসূচি নেন স্থানীয়রা।

২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে তৎকালীন বাংলাদেশের অভ্যন্তরের ১১১টি ভারতীয় ছিটমহল বাংলাদেশের সঙ্গে মিশে যায়। একইভাবে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহলগুলো দেশটির অন্তর্ভুক্ত হয়।

১ আগস্ট সকালে বাংলাদেশের পতাকা ওড়ে ছিটমহলগুলোতো।

Link copied!