জামালপুরের বকশিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লামইয়া (৯) নামের এক শিশু নিহত হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বকশিগঞ্জ পৌর এলাকার সীমারপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। লামইয়া সীমার পাড় গ্রামের আহাদ আলীর মেয়ে।
পারিবারিক সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে ঘরেই খেলা করছিল লামইয়া। ঘরের টিনের বেড়ায় বিদ্যুতের লাইন ছিল। হঠাৎ ঘরের টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় লামইয়া। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে।
এদিকে শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।