রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্ত বিআরডিবির সমবায়ীদের প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে চেক হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক সহায়তার প্রনোদনা ঋণের জন্য মনোনীত হয়েছেন মধ্যে ৭১ জন। তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে এক কোটি ৪৮ লাখ টাকা। উপজেলা সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে ২৮ লাখ ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।
প্রথম ধাপে ১৪ জন ক্ষতিগ্রস্ত সমবায়ীকে ঋণ দেওয়া হয়।
চেক প্রদান অনষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) অফিসার আব্দুল্লাহ আর বাকের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য দ্বিপ্তীময় তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই উপজেলা সহকারী (বিআরডিবি) পল্লী উন্নয়ন কর্মকর্তা মো, নজরুল ইসলাম প্রমুখ।