• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২


মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১, ০৬:৪৫ পিএম
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক/ছবি: সংবাদ প্রকাশ

মাগুরা সদরের সাইত্রিশ নামকস্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় নারী-শিশুসহ আহত হয়েছেন অন্তত আরো ১০ জন।

শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে মাগুরা-ঝিনাইদাহ সড়কের সাইত্রিশ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মাগুরা সদর উপজেলার হাজরাপুর গ্রামের আবুল কাশেম (৫০) বাড়ি এবং নড়াইলের মাঝিপাড়ার বিমল বিশ্বাস (৪০)।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম জানান, মাগুরা থেকে ঝিনাইদহগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ২ জন মারা যান। এ সময় কমপক্ষে আরো ১০ জন আহত হয়েছেন। এছাড়া গুরুত্বর আহতদের উদ্ধার করে মাগুরা  ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

Link copied!