চাঁদপুরে বাসায় কাজের কথা বলে এক তরুণীকে বাসায় আটকে রেখে পতিতাবৃত্তির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিত তরুণী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে চাঁদপুর পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে ও এ কাজে জড়িত একজনকে গ্রেপ্তার করে।
রোববার (২৫ জুলাই) ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯ এর মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্সের ফোকাল পার্সন (পরিদর্শক) আনোয়ার সাত্তার জাতীয় জরুরি সেবা নম্বরের ফেসবুক পেজে এ তথ্য জানান।
ফেসবুক পেইজে বলায় হয়, শনিবার (২৪ জুলাই) সকাল সাড়ে দশটায় চাঁদপুর সদর থানার ওয়ারলেস স্কুলের পাশের একটি ভবন থেকে এক তরুণী (১৮) ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার বাড়ি চাঁদপুরের মতলব থানায়। সাড়ে তিনমাস আগে তাকে মাহি এবং তার স্বামী রিপন নামে এক দম্পতি তাদের বাসায় কাজের কথা বলে নিয়ে আসে। কিন্তু তাকে দিয়ে ঘরের কাজের পরিবর্তে জোর করে পতিতাবৃত্তি করানো হচ্ছিল। এ ধরণের কাজ করতে অস্বীকার করলে তাকে মারধর করা হতো। সে এক খদ্দেরের ফোন থেকে টয়লেটে লুকিয়ে ৯৯৯ এ ফোন করেছে। কলার ৯৯৯ এর কাছে তাকে উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়।
৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি চাঁদপুর সদর থানায় জানিয়ে অবিলম্বে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়। সংবাদ পেয়ে চাঁদপুর সদর থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়।
পরে চাঁদপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদুজ্জামান ৯৯৯ কে ফোনে জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করেন এবং আটকে রেখে জোর পূর্বক পতিতাবৃত্তির অভিযোগে মাহি আক্তার বর্ষা ওরফে মাকসুদা বেগম মাহিকে (২৬) আটক করেন। এ বিষয়ে থানায় একটি মামলা করা হয়েছে।