দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড উৎপাদিত করোনা টিকা ‘বঙ্গভ্যাক্স’-এর পরীক্ষামূলক প্রয়োগের জন্যধ বানর ধরতে গিয়ে স্থানীয়দের কাছে লাঞ্ছিত হয়েছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।
রোববার (৩ জুলাই) গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গ্লোব ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের ৫ কর্মীকে উদ্ধার করে পুলিশ।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন গ্লোবাল টেলিভিশনের অ্যাসাইনমেন্ট কর্মকর্তা আনিসুর রহমান, স্টাফ রিপোর্টার রাশেদুল ইসলাম রাশেদ, ক্যামেরাপার্সন ফাহাদ আল কাদরিসহ তাদের দুই গাড়ি চালক।
আনিসুর রহমান জানান, মানব দেহে প্রয়োগের আগে প্রাণীর দেহে এ টিকার কার্যকারিতা যাচাইয়ের বাধ্যবাধকতা রয়েছে। এজন্য বানর ধরতে গিয়েছিলেন তারা।
অভিযোগ করে তিনি জানান, ১০টি বানর ধরার পর স্থানীয় কয়েকজন বানরের জন্য তাদের কাছে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এরপর জোরপূর্বক তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে বানরগুলোও রেখে দেয় স্থানীয়রা।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, বানর ধরার জন্য মন্ত্রণালয় ও বনবিভাগের অনাপত্তিপত্রসহ কাগজপত্র যাচাই-বাছাই শেষে গ্লোব ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের লোকজনকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে স্থানীয়রা জানান, কয়েকশ বছরের ঐতিহ্যবাহী বরমীর বানর। বানরগুলোর শত অত্যাচার সহ্য করেও তাদের খাবার দেওয়া হয়। যত্ন করা হয়। সেই বানরগুলোকে খাঁচায় বন্দি করে অজ্ঞান করায় এলাকাবাসী উত্তেজিত হয়ে উঠে।
বানর ধরার অনুমোদন প্রসঙ্গে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বঙ্গভ্যাক্স বানরের দেহে পরীক্ষার নির্দেশনা দেয়। গত ২৬ জুন গ্লোব বায়েটেক লিমিটেড পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ৫৬টি বানর ধরার আবেদন করে।
মন্ত্রণালয়ের উপসচিব দীপক কুমার চক্রবর্তী প্রধান বন সংরক্ষককে প্রয়োজনীয় সংখ্যক বানর ধরার এবং ব্যবহারের জন্য চিঠি পাঠান। প্রধান সংরক্ষক সেই সংক্রান্ত একটি কপি তবিবুর রহমানকেও দেন।
তবিবুর রহমান বলেন, গ্লোব বায়োটেক গিনিপিগ এবং খরগোসের উপর এ টিকা পরীক্ষার পর বানরের দেহেও প্রয়োগের জন্য এসব বানর প্রয়োজন হচ্ছে। ২৯ জুন থেকে তিন দিন ধরে ভাওয়াল জাতীয় উদ্যান ও সাফারি পার্ক থেকে ৩০টি বানর সংগ্রহ করেছে গ্লোব বায়োটেক।
তিনি বলেন, “স্থানীয় প্রশাসন ও বন কর্মকর্তাদের অবগত না করেই রোববার সকালে বরমী বাজারে বাকি বানর ধরতে গেলে জনরোষে পড়ে তারা।"