পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তছলিম উদ্দীন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় তছলিমকে আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ গোবিন্দপুর এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে বিকেলে আটোয়ারী থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করে বাক প্রতিবন্ধী ভিকটিমের বাবা।
গ্রেপ্তারকৃত প্রধান আসামী তছলিম উদ্দীন ছোটদাপ গোবিন্দপুর এলাকার মৃত জামাল উদ্দীনের ছেলে। এদিকে একই মামলার অপর আসামি একই এলাকার আবুল কাশেমের ছেলে আবু সাইদ সহিদুল (৪০)। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর বিকেলে গোবিন্দপুর এলাকায় প্রধান আসামি তছলিম ওই বাক প্রতিবন্ধীর বাড়িতে বেড়াতে যায়। এ সময় তাকে ইশারায় ঘরে ডাকে। বাক প্রতিবন্ধী ওই কিশোরী সহজ-সরল মনে ঘরে গেলে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে চলে যায় তছলিম। ওই প্রতিবন্ধী কিশোরী কোন কিছু বলতে না পারায় তার মাকে ইশারায় বিষয়টি জানায়। পরে স্থানীয় লোকদের বিষয়টি জানিয়ে ভিকটিমের বাবা-মা থানায় মামলার জন্য যায়।
এদিকে দ্বিতীয় আসামি আবু সাইদ সহিদুল প্রধান আসামিকে বাঁচাতে আপোষ মিমাংসার কথা বলে থানা থেকে বাড়িতে নিয়ে যায় তাদের। পরে ভিকটিমকে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে আবু সাইদ সহিদুল কালক্ষেপন করতে থাকলে এক পর্যায়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে শনিবার (৬ নভেম্বর) বিকেলে ভিকটিমের বাবা বাদী হয়ে তছলিম উদ্দীনকে প্রধান আসামী এবং আবু সাইদ সহিদুলকেও আসামী করে আটোয়ারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলার পর পরেই প্রধান আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ দুলাল উদ্দীন বলেন, “প্রধান আসামি তছলিমকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে অপর আসামি পলাতক থাকায় তাকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”