• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

বাইসাইকেল ও নতুন পোশাক পেল ১৮১ গ্রাম পুলিশ  


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ০৩:০৭ পিএম
বাইসাইকেল ও নতুন পোশাক পেল ১৮১ গ্রাম পুলিশ  

নোয়াখালী জেলার সদর ও কবিরহাট উপজেলার ১৮১ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল ও নতুন পোশাক দিয়েছে জেলা প্রশাসন। 

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে জিলা স্কুলের মাঠে এসব সাইকেল ও পোশাক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। 

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, প্রত্যন্ত অঞ্চলে যৌন হয়রানি, বাল্যবিবাহ দূরীকরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করতে গ্রাম পুলিশদের মধ্যে সাইকেল বিতরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তার অংশ হিসেবে আজ ১৮১ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল ও নতুন পোশাক দিয়েছি।

স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফের সভাপতিত্বে সাইকেল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান, জিলা স্কুলের প্রধান শিক্ষক নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

Link copied!