সাভারের আশুলিয়ায় বন্ধ স্কুলের কক্ষ থেকে সাত জুয়াড়িকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন এবং প্লেয়িং কার্ড উদ্ধার করা হয়।
শুক্রবার (৩০ জুলাই) বিকেলে র্যাব-৪, সিপিসি-২-এর নায়েব সুবেদার মো. আব্দুর রাজ্জাক মোল্লা আটকের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার বুড়ি বাজার এলাকায় উত্তর গাজীরচট এস এ মডেল স্কুলের দ্বিতীয় তলার ৩ নং কক্ষ থেকে তাদের আটক করে র্যাবের অভিযানিক দল।
আটককৃতরা হলেন আশুলিয়ার গাজীরচট এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে মো. পরম আলী (৫০), একই এলাকার মৃত দায়েম উদ্দিনের ছেলে মো. ছানোয়ার (৫০), মৃত জয়নাল আবেদীন ভুঁইয়ার ছেলে মো. অনছর আলী ভূঁইয়া (৫০) ও মৃত রহমত আলীর ছেলে মো. হাসান আলী(৫৭)।
এছাড়া নেত্রকোনার আটপাড়া থানার তেলিগাতি গ্রামের মৃত জানু মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া (৪০), পিরোজপুরের কাউখালী থানার উত্তর হোগলা গ্রামের মোবারক হোসেনের ছেলে আরজু মিয়া (৩০) এবং রাজবাড়ীর পাংশা থানার বেলগাছী গ্রামের মৃত জয়েন উদ্দিন মোল্লার ছেলে ইয়াসিন মোল্লা (৫২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে উত্তর গাজীরচট এস এ মডেল স্কুলের দ্বিতীয় তলার ৩নং কক্ষে র্যাবের একটি দল অভিযান চালায়। এসময় সাতজন জুয়ারিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন এবং ২ সেট প্লেয়িং কার্ড পাওয়া গিয়েছে।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জিয়াউল ইসলাম জানান, আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। সেই সাথে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।