• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

‘বন্দুকযুদ্ধে’ শিশু হত্যা মামলার আসামি নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০২:০০ এএম
‘বন্দুকযুদ্ধে’ শিশু হত্যা মামলার আসামি নিহত

রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শিশু ধর্ষণ ও হত্যা মামলার সন্দেহভাজন আসামি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুন) রাত ২টার দিকে গোদাগাড়ী উপজেলার ললিতনগর গ্রামে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। শুক্রবার (২৫ জুন) রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই যুবকের নাম মো. শামীম (২১)। উপজেলার মোহনপুর ইউনিয়নের বাউটিয়া গ্রামের বাসিন্দা শামীম।

ইফতেখায়ের আলম, উপজেলার কাঁকনহাট পুলিশ তদন্তকেন্দ্রের একটি দল রাতে ললিতনগর গ্রামে টহল দিচ্ছিল। পুলিশের গাড়ি দেখে একদল দুর্বৃত্ত পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ নিজেদের রক্ষায় গুলি চালায়। হামলাকারীরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় সেখানে একজনকে পাওয়া যায়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর সহায়তায় নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে পিস্তল, গুলি, গুলির খোসা এবং মোবাইল ফোন পাওয়া যায়।

কাঁকনহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, ১৯ জুন রাতে উপজেলার একটি গ্রামে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরের দিন সকালে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা করেন ওই শিশুর দাদা।

Link copied!