• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

‘বন্দুকযুদ্ধে’ আশু আলী গ্রুপের প্রধান নিহত


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ১২:৩৫ পিএম
‘বন্দুকযুদ্ধে’ আশু আলী গ্রুপের প্রধান নিহত

কক্সবাজারে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আশু আলী গ্রুপের প্রধান আশরাফ আলী ওরফে আশু আলী (২৫) নিহত হয়েছেন।

শনিবার (১৭ জুলাই) ভোরে শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকায় বড়বিল এলাকায় এ ঘটনা ঘটে। আশু আলী দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকার শরাফাত আলীর ছেলে।

র‌্যাবের দাবি, নিহত আশু আলী কক্সবাজারের চিহ্নিত সন্ত্রাসী। নিহতের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, অস্ত্র, ডাকাতি প্রস্তুতিসহ প্রায় ১২টি মামলা রয়েছে। এছাড়াও তিনি শহরের রুমালিয়ারছড়ায় ডাবল মার্ডারের প্রধান আসামি ছিলেন।

কক্সবাজার র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান জানান, ভোরে আশু আলীকে গ্রেপ্তারে বড়বিল এলাকায় অভিযান চালানো হয়। র‌্যাবের অবস্থান টের পেয়ে গুলি ছুঁড়ে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এরে ঘটনাস্থল তল্লাশি করা হয়। সেখানে আশু আলীর মরদেহ পাওয়া যায়। নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে দুটি দেশিয় তৈরি অস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানান উপ-অধিনায়ক তানভীর হাসান।

Link copied!