• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

বকশীগঞ্জে পাঁচ পরীক্ষার্থী বহিষ্কার


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ০১:২২ পিএম
বকশীগঞ্জে পাঁচ পরীক্ষার্থী বহিষ্কার

আজ (২ ডিসেম্বর) থেকে সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়েছে।

কোভিডের কারণে এবারের পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। প্রথম দিন পদার্থবিজ্ঞান প্রথম পত্র, আলিমে কোরআন মাজিদ ও কারিগরিতে (ব্যবসায় ব্যবস্থাপনা) হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। উপজেলার রাহিলা কাদির এইচএসসি (বিএম, ভোকেশনাল) পরীক্ষা কেন্দ্রে ৫ শিক্ষার্থীকে অসদুপায় অবলম্বন করার অপরাধে বহিষ্কার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা জানান, পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বন করার দায়ে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!