• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ফেসবুকে গুজব রটানোর অভিযোগে গ্রেপ্তার ৭


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৬, ২০২১, ১০:২৫ এএম
ফেসবুকে গুজব রটানোর অভিযোগে গ্রেপ্তার ৭

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে সিলেটে ‘ভুয়া সাংবাদিকসহ’ ৭ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। তাদের বেশিরভাগই সাংবাদিক সেজে ফেসবুকে বিভিন্ন নামে পেজ খুলে গুজব রটাতেন বলে জানিয়েছে র‍্যাব।

রোববার (২৫ জুলাই) সিলেটের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (২২ জুলাই) নিয়মিত সাইবার পেট্রোলিংয়ের সময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেটের সাইবার মনিটরিং টিম ‘মুরাদপুর আর্মি ক্যাম্পে আগুন’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা গুজবের প্রচারণা দেখতে পায়। তৎক্ষণাৎ র‌্যাব-৯ এর সাইবার মনিটরিং টিম র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের সহায়তায় উক্ত গুজবের ব্যাপারে অনুসন্ধান শুরু করে। অল্প সময়ের মধ্যে র‌্যাব-৯ তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও অনুসন্ধান সাপেক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা গুজবের প্রচারণার দায়ে ৭ জনকে শনাক্ত ও গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলাধীন তুরুগাঁও এলাকার (বর্তমানে সিলেট নগরীর মেন্দিবাগ নোয়াগাঁও এলাকার বাসিন্দা) মৃত খলিলুর রহমানের ছেলে মো. আশফাকুর রহমান (৩২), সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানার পীরের চক গ্রামের মৃত উস্তার আলীর ছেলে আলা উদ্দিন আলাল (৭৪), গোলাপগঞ্জ থানার মজিদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রেজা হোসাইন (২০), গোলাপগঞ্জ থানার আওই বানীগ্রামের মৃত মোবারক আলীর ছেলে সোহেল আহমদ (২৬), গোলাপগঞ্জ থানার বাঘীরঘাট এলাকার মৃত আশাব আলীর ছেলে আবুল কাশেম (৩৫), মোগলাবাজার থানার কুচাই গ্রামের ইউনুছ আলীর ছেলে রাজন আহমদ (২৮) ও এয়ারপোর্ট থানার আটপিয়ারি গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোক্তার হোসেন মান্না (২৮)।

গ্রেপ্তারদের ডিজিটাল নিরাপত্তা আইনে আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান (রহ.) থানায় প্রেরণ করা হয়েছে।
 

Link copied!