• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

যানবাহনের চাপ, ফেরিঘাটে ভোগান্তি


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১, ১০:৫৫ এএম
যানবাহনের চাপ, ফেরিঘাটে ভোগান্তি

রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় তীব্র ভোগান্তির সৃষ্টি হয়েছে। ফেরি পারাপারের জন্য় শতাধিক যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক অপেক্ষা করছে।

শনিবার (৯ অক্টোবর) সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা ঘুরে দেখা যায়,  জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ হ্যাচারি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তায় ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

এদিকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়ালন্দ মোড়ে যানবাহন আটকে দিচ্ছে পুলিশ। অপচনশীল পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানকে সেখানে অপেক্ষমাণ রাখা হয়েছে। ঘাট এলাকায় যানবাহনের চাপ কমলে গোয়ালন্দ মোড় থেকে গাড়ি ছেড়ে দিচ্ছে পুলিশ।

গোয়ালন্দ মোড় এলাকায় আটকে পড়া ট্রাকচালক মোকলেস আলী বলেন, “মাসখানেক এখানে ভোগান্তি কম ছিল। ৫দিন ধরে ভোগান্তি আবার বাড়ছে। ২৫ থেকে ৩০ ঘণ্টাও অপেক্ষা করতে হয় এখানে।” 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. জামাল হোসেন জানান, দৌলতদিয়া ফেরিঘাটের দুটি ঘাটে কিছু সমস্যা রয়েছে। এছাড়া দৌলতদিয়া প্রান্তে নাব্যতা সংকট রয়েছে। এ কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

 শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক না হওয়ার কারণেও এই নৌরুটে যানাবহনের চাপ বৃদ্ধি পেয়েছে এবং এতে ভোগান্তিও বেড়েছে বলে জানান ব্যবস্থাপক মো. জামাল হোসেন।

Link copied!