• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

ফেনীতে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ 


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২১, ০৩:৩০ পিএম
ফেনীতে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ 

জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ফেনীতে শেখ কামালের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জানানো হয়।

এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মঞ্জুরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

এরপর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ কামালের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এদিকে ৬ আগস্ট জন্মবার্ষিকী উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
 

Link copied!