• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬

ফেনীতে টিকার রেজিস্ট্রেশন করতে গিয়ে প্রবাসীদের ভোগান্তি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ১২:৫৫ এএম
ফেনীতে টিকার রেজিস্ট্রেশন করতে গিয়ে প্রবাসীদের ভোগান্তি

ফেনীতে প্রবাসীদের টিকা নিবন্ধন কার্যক্রম শুরু হলেও পদে পদে ভোগান্তির শেষ নেই। প্রবাসীদের দাবি, সমন্বিতভাবে জেলায় জেলায় টিকা প্রদান কার্যক্রম শুরু করলে তাদের ভোগান্তি অনেকাংশে কমবে। 

সোমবার (৫ জুলাই) থেকে টিকা নিবন্ধন কার্যক্রম শুরু হলেও ভোগান্তির শেষ নেই। এদিকে কর্মসংস্থান ও জনশক্তি ফেনী অফিসের সামনে প্রবাসীদের জটলা সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। 

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রবাসীদের উপচে পড়া ভিড় ও লোকসমাগম সামাল দিতে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মৃদু লাঠিচার্জ করে পুলিশ। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি।

ফেনী কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সামনে প্রবাসীরা দোকানে কোনকিছু ফটোকপি করতে গেলেই পৃষ্ঠাপ্রতি ২ টাকার স্থলে দিতে হচ্ছে ১০ টাকা। কাগজপত্র স্ট্যাপলিং করতে আরও ১০ টাকা। যারা সাথে কলম আনেননি, তাদের ভোগান্তি আরেক দফা। দোকান বন্ধ থাকায় কিনতেও পারছেন না। এরই সুযোগ নিচ্ছেন অসাধু কিছু ব্যক্তি। ফরম পূরণের জন্য কলম ভাড়াও দিচ্ছেন ১০ টাকায়। 

সৌদি  প্রবাসী মিজানুর রহমান জানান, বিদেশগামীরা টিকার নিবন্ধন করতে গিয়ে পদে পদে ভোগান্তিতে পড়ছেন। এখনও জেলা কর্মসংস্থান অফিসের ওয়েব সাইটে দেওয়া পুরনো ঠিকানা। অনেকেই সে অনুযায়ী গিয়ে পড়ছেন বিড়ম্বনায়। এছাড়া কবে, টিকা পাবেন, কীভাবে জানানো হবে তারিখ, কিছুই পরিষ্কার করে বলা হচ্ছে না কর্তৃপক্ষ।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক নীহার কান্তি খীসা জানান, রেমিটেন্স যোদ্ধাদের দুর্ভোগ লাঘবের চেষ্টা চলছে।

Link copied!