ফেনীতে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সাম্প্রদায়িক হামলার ঘটনায় জড়িত অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ওই ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলা ও ভাঙচুরের অভিযোগে এ পর্যন্ত পৃথক ৪টি মামলা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ জানায়, গত শনিবার রাতে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার (বর্তমানে ফেনীর পশ্চিম উকিল পাড়া) তৌওহিদুল ইসলাম জিদান (১৯) ও ফেনীর সোনাগাজী উপজেলার বড় হালিয়া গ্রামের গোলাম মোরশেদ খান (২০)।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন জানান, গ্রেপ্তার দুই জনকে রোববার ফেনীর বিচারিক হাকিম আদালতে পাঠিয়ে ৭ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়।
শনিবার রাতে হিন্দু সম্প্রদায়ের মন্দির, আশ্রম ও দোকানপাটে
হামলা-ভাঙচুরসহ যেসব তাণ্ডব ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। কোনো নিরপরাধ লোক যেন অহেতুক হয়রানির শিকার না হয় সেটাও দেখা হচ্ছে। ঘটনায় জড়িত অপরাধীদের অবশ্যই গ্রেপ্তার করা হবে জানান পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন।