ফরিদপুরে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে ৩ জন মারা যান।
জেলা সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা নমুনা পরীক্ষা হয়েছে ৪৩০টি। এর মধ্যে পজিটিভ এসেছে ২২১টির। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরীক্ষা হয়েছে ৫৮টি। যার মধ্যে পজিটিভ ১৩টি। মোট আক্রান্তের হার ৪৮ দশমিক ৩৪ শতাংশ।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, “করোনা ডেডিকেটেড হাসপাতালে ৫১৮টি বেডের মধ্যে রোগী ভর্তি আছেন ৩২৪ জন।”
এদিকে গত ২৪ ঘণ্টায় ফরিদপুর সদর উপজেলায় ৯৮ জন, সালথায় ৪ জন, আলফাডাঙ্গায় ৯ জন, ভাঙ্গায় ১৪ জন, বোয়ালমারীতে ৭ জন, নগরকান্দায় ১১ জন, মধুখালীতে ২৮ জন সদরপুরে ২৪ জন ও চরভদ্রাসনে ২৬ জন রোগী করোনা রোগে আক্রান্ত হয়েছেন।