• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ফরিদপুরে করোনায় আরও ৩ জনের মৃত্যু


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৮:০১ পিএম
ফরিদপুরে করোনায় আরও ৩ জনের মৃত্যু

ফরিদপুর করোনায় গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে বাকি দুইজন মারা গেছেন।

এ নিয়ে জেলায় মৃত্যু হয়েছে ৫১০ জনের। একই সময়ে ৯০ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ।

ফরিদপুরের সিভিল সার্জন ডা: সিদ্দিকুর রহমান রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মৃত তিনজনের মধ্যে ফরিদপুরের একজন, রাজবাড়ীর একজন এবং মাগুরার একজন রয়েছেন।

জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ৭ জনের মধ্যে ভাঙ্গায় একজন এবং ফরিদপুর সদরের ৬ জন রয়েছেন। বাকি পাঁচজন র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে শনাক্ত হয়েছেন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে রোববার পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ৭০ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৪৮ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৫১০ জন।

Link copied!