• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২,
  • ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭

প্রবাসীকে কুপিয়ে হত্যা, স্ত্রী পলাতক


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২০, ২০২১, ০২:০৫ পিএম
প্রবাসীকে কুপিয়ে হত্যা, স্ত্রী পলাতক

ফেনীতে মো. সোহেল নামের এক দুবাইপ্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পলাতক।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) ফেনী শহরের নাজির রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহত সোহেলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী এলাকায়। 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহেলের চাচাতো ভাই ফাহাদ জানান, রাতেই সোহেলকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান তার স্ত্রী। যাওয়ার সময় তার (স্ত্রী) বাবা মারা গেছেন বলে জানান দারোয়ানকে।

ফাহাদ আরও জানান, এক মাস আগে সোহেল সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে এসেছিলেন। তার ৭ বছরের ছেলে ও ৪ বছরের একটি মেয়ে রয়েছে।

পুলিশ শুক্রবার সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।

ফেনী মডেল থানার ওসি মনির হোসেন জানান, ঘটনার বিস্তারিত জানতে কাজ করা হচ্ছে।

Link copied!