• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

প্রদীপের ফোনালাপের ঘটনায় ৪ পুলিশ প্রত্যাহার


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ০৫:০৪ পিএম
প্রদীপের ফোনালাপের ঘটনায় ৪ পুলিশ প্রত্যাহার

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের সময় কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের কাঠগড়ায় বসে মোবাইল ফোনে কথা বলার ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

ফোনে কথা বলার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। 

পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানিয়েছেন, এসটিআই শাহাব উদ্দিনসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

তিনদিন ধরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। প্রথম দিনে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে হঠাৎ দেখা যায় আসামি প্রদীপ কুমার কাঠগড়ায় বসে মোবাইল ফোনে কথা বলছেন।  
 

Link copied!