• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে পাঠদান


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১, ০২:১৩ পিএম
প্রথম দিনে  উৎসবমুখর পরিবেশে পাঠদান

দীর্ঘ প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর গোপালগঞ্জে প্রায় ১২’শ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়েছে। পাঠদানের প্রথম দিনে ব্যাপক আনন্দ উল্লাসের মধ্যদিয়ে শিক্ষার্থীদের স্কুলে উপস্থিত হতে দেখা গেছে। 

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে এ আনন্দ উৎসব করতে দেখা যায়।

স্কুলের প্রবেশের আগে শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা ও অক্সিজেন লেভেল পরিমাপ করার পর হাতধুয়ে প্রবেশ করানো হয়। শিক্ষার্থীদের বরণ করতে অধিকাংশ স্কুলের প্রধান ফটকে রঙিন বেলুন ও কাগজ দিয়ে সাজানো হয়েছে। পরে শিক্ষার্থীদের চকলেট দিয়ে বরণ করে নেওয়া হয়।  

গোপালগঞ্জ স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ফেরদৌস কবীর রাদিন বলেন, “দীর্ঘদিন পর স্কুল খুলেছে এতে আমি খুশি। শিক্ষকরা সরাসরি পাঠদান করাবেন। এতে আমরা কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারবো। তাই স্কুল খুলে দেওয়ায় জন্য সরকারকে ধন্যবাদ জানাই।”

শহরের বীণাপানি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক কালীদাস বিশ্বাস বলেন, “স্কুল খুলেছে এতে আমরা আনন্দিত। আমরা মনোযোগ দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করাতে পারবো। এতে শিক্ষার্থীদের উপকার হবে। তবে শিক্ষার্থীদের দ্রুত টিকা দেওয়া অত্যন্ত জরুরি।” 

গোপালগঞ্জ বীণাপানি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃন্ময় বাড়ৈ বলেন, “এতো দিন শিক্ষার্থীদের সাথে আমাদের সরাসরি যোগাযোগ ছিল না। এখন থেকে আগের মতো হাতে-কলমে পাঠদান করাতে পারবো। এতে শিক্ষার্থীরা উপকৃত হবে। তারা পড়াশোনায় আবারও মনোনিবেশ করতে পারবে।”

Link copied!